ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার 2025
ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | ওমান রমজানের ক্যালেন্ডার 2025 দেখে পিডিএফ ও ছবি ডাউনলোড করে নিন। ১টি বছর পরে আমারও আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান মাস। যে মাসের তাৎপর্য মুলসিমদের কাছে অনেক, অনেক বেশি। কারণ এ মাসে রয়েছে ১ মাস ব্যাপী ফরজ ইবাদাত রমজানের রোজা তথা সিয়াম পালন। আজকের আর্টিকেলে আমরা তুলে ধরবো প্রবাসী বাংলাদেশীদের জন্য ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি যাতে করে সহজেই জানা যাবে ইফতার টাইম হতে সেহরির শেষ সময়। আমরা জানি যে, প্রবাসে বসে অনেকেই ইন্টারনেটে ওমানের রমজানের রোজার সময় সূচি ক্যালেন্ডার 2025 খুঁজে থাকে, যা নিচের আলোকে জানিয়ে দেওয়া হল।
ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
সুখবর! ওমানের আকাশে দেখা মিলেছে পবিত্র মাহে রমজানের চাঁদ, দেশটিতে ২০২৫ সালের রোজার চাঁদ দেখার আয়োজন করা হয় গত ২৭ ফেব্রুয়ারি। এতে করে সন্ধ্যায় কেন্দ্রীয় মসজিদে এক আলোচনা সভা বসে এবং টেলিস্কোপের মাধ্যমে রমজানের চাঁদ অনুসন্ধান করা হয়। যার ফলে দেখাও মিলেছে চাঁদের এতে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ওমানে প্রথম রোজা শুরু হবে। আর এতে করেই প্রবাসী ভাইদের জন্য প্রয়োজন হবে ওমানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জেনে নেওয়া। কারণ তারা এতে করে সঠিক সময় সেহরি ও ইফতার করে নিতে পারবে।
ওমানের রমজানের ক্যালেন্ডার 2025
শতকরা ৯৮% মুসলিম রয়েছে এশিয়ার দেশ ওমানে, যেখানে ধর্মপ্রাণ মুসলিমরা অপেক্ষায় রয়েছে মাহে রমজানের। অবশেষে সেই মহান মাসটি এসেছে সৌদি আরব সহ ওমানে, যাতে করে ওমানের প্রবাসীরা সহ দেশটির বাসিন্দারা জেনে নিতে চায় এবং এ কথা বিবেচনা করে ওমানি সরকার প্রদান করেছে রমজানের ক্যালেন্ডার। দেশটির রাজধানী শহর ওমান সিটি সহ প্রায় সকল শহরের জন্য ওমানের রমজানের ক্যালেন্ডার 2025 প্রযোজ্য শুধুমাত্র ৫ থেকে ১০ মিনিট যোগ/ বিয়োগ করলেই হবে।
কুয়েত সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার 2025
ওমান আজকের রোজার সেহরির শেষ সময়
চলছে আরবি বা হিজরি ১৪৪৬ এর পবিত্র মাহে রমজান মাস, যার কারণে এখন ওমান সহ পুরো বিশ্বে চলছে সিয়াম সাধনা। এতে করে আপনারা যারা এখন ওমানে রয়েছেন, তাদের অনেকেই জানতে চান ওমানের আজকের রোজার সেহরির শেষ সময় হল ৫ টা বেজে ১৯ মিনিট।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ ওমান
সঠিক সময়ে সেহরি খাবার পর সারাদিনের পানাহার পরিহার করে আপনাকে সন্ধ্যায় করতে হবে ইফতার। কিন্তু কখন বা কোন সময়ে ইফতারের টাইম সেটাও জানা আবশ্যিক। এতে করে আপনাকে চোখ বুলাতে হবে ওমানের রোজার ক্যালেন্ডারের প্রতি, দেশটিতে আজকের ইফতারের সময় হল ৬ টা বেজে ১৭ মিনিট।