আইয়ামে বীজের রোজা 2025 জানুয়ারি মাস (কবে ও কখন) তারিখ দেখুন
আইয়ামে বীজের রোজা ২০২৫ জানুয়ারি (কবে ও কখন) তারিখ দেখুন!
আইয়ামে বীজের রোজা 2025 জানুয়ারি মাস (কবে ও কখন) তারিখ দেখুন! পবিত্র ইসলাম ধর্মে রোজা তথা সিয়ামের জন্য মহান আল্লাহ তাআলা একটি বিশেষ মাস দিয়েছেন। যে পবিত্র মাহে রমজান মাসটির এক মাসের সিয়াম সাধনাকে করা হয়েছে আমাদের জন্য ফরজ ইবাদাত। এছাড়াও রয়েছে বিভিন্ন মাসের নফল রোজা সমূহ, যার মধ্যে আইয়ামে বীজের রোজা উন্নতম। এই আইয়ামে বীজের রোজা প্রতি চন্দ্র মাসের নিদিষ্ট তারিখে ৩টি করলে সারা বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তাই আমাদের প্রত্যেকের উচিদ হবে আইয়ামে বীজের এই নফল রোজার উপর আমল করা। যেহেতু হিজরি সনের আরবি মাসের নির্ধারিত তারিখে আইয়ামে বীজের রোজা গুলো রাখতে হয়, ক্ষেত্রে এ অংশে জেনে নিবো ইংরেজি ডিসেম্বর মাসের কত তারিখে কবে ও কখন রোজা রাখতে হবে।
আইয়ামে বীজের রোজা ২০২৫
আইয়ামুল বিজ বা আইয়ামে বীজ এর রোজা প্রতি চন্দ্র মাসে মোট ৩টি রোজা রাখা মুস্তাহাব। যার জন্য উত্তম হলো আইয়ামুল বিজ তথা প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তথা দিন নির্বাচন করা। এই দিবসগুলোর রাত পূর্ণ চাঁদে উদ্ভাসিত থাকে এবং রাতগুলো হয় আলোময়; তাই এই (আইয়ামে বীজ) নামে নামকরণ। রাসুল সা. আইয়ামে বীজে (আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে) রোজা রেখেছেন এবং সাহাবিদের রোজাগুলো রাখতে উদ্বুদ্ধ করেছেন। হজরত আবু যার রা. থেকে বর্ণিত, রাসুল সা বলেন, হে আবু যার! যখন তুমি মাসের মধ্যে তিন দিন রোজা রাখবে; তবে ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখবে।’(তিরমিজি, নাসাঈ, মিশকাত)
তবে এই তারিখে রাখা সম্ভব না হলে মাসের যেকোন তারিখে রাখা যাবে। আয়েশা রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের যেকোন দিনে তিনটি সিয়াম রাখতেন। (মুসলিম হা/২৮০১; মিশকাত হা/২০৪৬)
আইয়ামে বীজের রোজা 2025 জানুয়ারি মাস (কবে ও কখন) তারিখ
আইয়াম হলো আরবি ইয়াওম শব্দের বহুবচন। যার অর্থ হলো দিনগুলো। আর বীজ শব্দের অর্থ সাদা বা শুভ্র। আইয়ামে বীজ দ্বারা চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ বোঝানো হয়। যেহেতু বর্তমানে আমরা ইংরেজি ক্যালেন্ডারের উপর বেশি নির্ভরশীল, এতে করে তার সাথে মিলিয়ে জেনে নিলে সহজ হয় ব্যাপার গুলো। হিজরি ১৪৪৬ সনের আরবি রজব মাসটি ডিসেম্বর মাসের ১ তারিখে শুরু হয়েছে, এতে করে ১৩-১৪-১৫ই জানুয়ারি ২০২৫ তারিখ যথাক্রমে; সোম, মঙ্গল ও বুধ এই তিনদিন এ মাসের আইয়ামে বীজের রোজা রাখতে হবে।
আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার 2025
হিজরি সনের প্রতিটি আরবি মাসেই আইয়ামে বীজের রোজা রাখতে হয়, যার তারিখ সম্পর্কে ইতোমধ্যেই আপনারা জেনেছেন। এতে করে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মাস ভিত্তিক আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার 2025 সময় সূচি খুঁজে থাকেন। এ অংশে আমরা আরবি ১২ মাস (মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখের, জুমাদাল উলা, জুমাদাল আখেরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ) এবং ইংরেজি ১২ (জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অক্টোবর ও ডিসেম্বর) মাসের সাথে সমন্বয় করে আইয়ামে বীজ এর রোজার পুঙ্খানু ক্যালেন্ডার তুলে ধরবো।
আইয়ামে বীজের রোজার গুরুত্ব ও ফজিলত
বরাবরের ন্যায় রোজা এমন একটি ইবাদাত যার প্রতিদান স্বয়ং মহান আল্লাহ্ তাআলা নিজ হাতে দিয়ে থাকেন। এতে করে স্বাভাবিক ভাবে জানা বা বোঝা যায় রোজা রাখার কত সওয়াব, এ অংশ হতে আমি হাদিসের আলোকে জানবো আইয়ামে বীজের রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে।
প্রত্যেক মাসে আইয়ামে বীজের ৩টা করে রোজা পালন করলে সারা বছর নফল রোজা পালনের সমান সওয়াব পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আ’স (রা.) হতে বর্ণিত: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি মাসে তিনটি করে রোজা পালন, সারা বছর ধরে রোজা পালনের সমান’। (বুখারি শরীফ)
হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করে বেহেশতের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে যায় এবং তাদের শরীরের রং কুৎসিত হয়ে যায়। অতঃপর হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখলে আবার তাদের শরীরের রং পূর্বের ন্যায় উজ্জ্বল হয়ে যায়।
জান্নাতের একটি দরজা রয়েছে। যেটির নাম রাইয়্যান। কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য। তারা প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেয়া হবে। (বুখারি শরীফ)