কানাডার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার
কানাডার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার 2025
কানাডার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | কানাডার রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 অটোয়ায়, টরন্টো, মন্ট্রিয়াল, ভেংকুবার ডাউনলোড করুন। কানাডীয় বাংলাদেশি তাদেরকে বলা হয় যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে পরবর্তীতে কানাডায় অভিবাসন করছেন। এদের বেশিরভাগ কানাডার নাগরিক অথবা স্থায়ী বসবাসকারী হিসেবে গণ্য হোন।
আমরা জানি যে, কানাডার প্রধান ধর্ম ইসলাম নয়, কিন্তু প্রবাসী বাংলাদেশ রয়েছে প্রায় ৩-৪ লাখ যারা মুসলিম। তাই যখন বিশ্বের অন্যান্য দেশের ন্যায় কানাডাতেও পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়, তখন তারা সেখানেই সিয়াম বা রোজা রাখে। এতে করে প্রথমেই তাদের যেটি প্রয়োজন হয় তা হচ্ছে কানাডার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ অর্থাৎ রমজানের রোজার ক্যালেন্ডার 2025 যা নিচের অংশে দেওয়া হবে।
কানাডার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
সৌদি আরবের একদিন পরেই কানাডায় শুরু হচ্ছে ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের রোজা। ইতোমধ্যেই আপনারা অবগত আছেন যে, গত ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে এবং পরেরদিন অর্থাৎ ১ মার্চ কানাডার আকাশে উঠেছে রোজার চাঁদ। এতে করে কানাডায় রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে আগামী ২ মার্চ, ২০২৫ তারিখ হতে। তাই আপনারা যারা পড়াশুনা বা কাজের জন্য অথবা যেকোনো কারণেই হোক কানাডায় রয়েছে এবং রোজা রাখতে চান। তারা নিচের অংশের কানাডার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ এক পলকে জেনেও দেখে নিন।
কানাডার রমজানের ক্যালেন্ডার 2025 টরন্টো, মন্ট্রিয়াল, ভেংকুবার ও অটোয়া
২০২০ সালের হিসেবে প্রবাসী বাংলাদেশি-কানাডিয়ানের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার যার প্রায় ৭০ হাজারই বসবাস করে টরন্টো শহরে। মন্ট্রিয়াল,ভেংকুবার ও অটোয়ায় উল্যেখযোগ্য সংখ্যাক বাংলাদেশি বসবাস করে। বাংলাদেশি-কানাডিয়ানরা সরকারি-বেসরকারি অফিস জব, ব্যাবসা, রিটেইল ও সেবাকর্মে নিয়োজিত আছেন। তাই তাদের যাবতীয় ধর্মীয় কার্যক্রম কানাডাতেই হয়ে থাকে। এই যেমন পবিত্র মাহে রমজানের রোজা তাদের কানাডায় রাখতে হয়। যার জন্য বিশেষ ভাবেই প্রয়োজন হয় কানাডার রমজানের ক্যালেন্ডার 2025 যা আমরা বাংলাদেশীরা বসবাস করে এমন শহরের জন্যই দিলাম।
কানাডার আজকের রোজার সেহরির শেষ সময়
আপনি কি এখন ইউরোপের দেশ কানাডায় থাকছেন? তাহলে জানতে বা পেতে চান কানাডার আজকের সেহরির সময় সূচি। কেন না রমজানের রোজার প্রথম দিকে বিশেষ ভাবেই এই তথ্যটি সকলে জানতে চায়। কানাডার রোজার সময়সূচি ২০২৫ অনুযায়ী আজকের সেহরির শেষ সময় হল ০৫.০১ মিনিটে।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ কানাডা
জাস্টিন ট্রুডোর দেশ হচ্ছে কানাডা যেখানে ইসলাম ধর্মের অদিবাসি কম হলেও সকলের ধর্ম পালনে বাধা নেই। অন্যান্য মুসলিম দেশের ন্যায় তাই কানাডাতেও রমজানের রোজা রাখে মুসলিম সম্প্রদায়। কানাডার রমজানের ক্যালেন্ডার 2025 এর মতে আজকের ইফতার হবে সন্ধ্যে ০৫.১৪ টায়।