Religion

ঈদ মোবারক ফানি, মজার মেসেজ, এসএমএস, SMS, স্ট্যাটাস, শুভেচ্ছা, ছবি

ঈদ মোবারক ফানি, মজার মেসেজ, এসএমএস, SMS, স্ট্যাটাস, শুভেচ্ছা, ছবি 2025

ঈদ মোবারক ফানি, মজার মেসেজ, এসএমএস, SMS, স্ট্যাটাস, শুভেচ্ছা, ছবি দেখুন এখানে। বিসমিল্লাহির রহমানির রাহিম সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি ঈদুল ফিতরের নিয়ে আরো একটি আর্টিকেল। সকলেই জানি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। তেমনি প্রতিটি মানুষের ঈদ শুরু হোক আনন্দ এবং উল্লাসের মধ্য দিয়ে। প্রতিটি মুসলমান একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে বইতে উঠিয়ে ঈদুল ফিতরের আনন্দে।

আমাদের সামনে চলে আসো আরো একটি ঈদ বা ঈদুল ফিতর। ঈদুল ফিতর নিয়ে মুসলিম বিশ্বে আজ হচ্ছে ঈদের মাতামাতি বা ঈদের খুশিতে মাতামাতি। আরে ঈদের খুশি আরো বহুগুনে বাড়িয়ে দেয় বন্ধুবান্ধবদের বা আত্মীয়-স্বজনদের ঈদের ফানি ফানি মেসেজ বা এসএমএস স্ট্যাটাস এর মাধ্যমে। এই পোষ্টের মাধ্যমে ঈদ নিয়ে কিছু ফানি মেসেজ এসএমএস স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা এবং ছবি পেয়ে যাবেন।

ঈদ নিয়ে ফানি মজার মেসেজ ও এসএমএস ২০২৫

আমরা বাঙালি জাতি প্রতিটি ক্ষেত্রে ফান বা মজা করতে প্রচুর ভালোবাসি। সেটা যদি হয় আবার কোন উৎসবকর পরিবেশে তাহলে তো কোন কথাই নেই। দীর্ঘ একমাস সাউন্ড শেষে অর্থাৎ একটি রমাদান মাস শেষ হওয়ার পর আমাদের সামনে চলে এসেছে ছাওয়ালের চাঁদ। অর্থাৎ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ঈদুল ফিতর যা মুসলিম বিশ্বের কাছে একটি প্রধান উৎসব এর দিন। আর এই দিনে সকল বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের ঈদুল ফিতরের মজার এসএমএস বার্তা পাঠাতে না পারলে কোন মতেই চলে না। একটি এসএমএস বা মেসেজ হলেও বন্ধুকে পাঠাতে হবে। বন্ধুদের সাথেমজার মজার মেসেজ শেয়ার করার মাধ্যমে এদের আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমরা পুরনো সেই গড বাধা এসএমএস বা মেসেজ আবার নতুন করে পাঠাতে চায় না। চাই নতুন কিছু মেসেজ বা এসএমএস এর কালেকশন।

🌙
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাছিরা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা’

হাঁসের ডিম মুরগির ডিম’দেখা হবে ঈদের দিন’ ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’ ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি! ঈদ মোবারক

মন চাইছে কারো সাথে কথা বলি।মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি । – ঈদ মোবারক-

চিঠি দিয়ে নয়’ফুল দিয়ে নয়’কার্ড দিয়ে নয়’কল দিয়ে নয়’মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে জানাই সবাই কে’অগ্রিম ঈদের শুভেচছা’ঈদ মোবারক

ঈদ মোবারক ২০২৫ ফানি এসএমএস, SMS

ইন্টারনেট আবিষ্কার পূর্বে ঈদের আনন্দ আমরা সচরাচরর বাস্তবিক জীবনে উপভোগ করতাম। কিন্তু ইন্টারনেট আবিষ্কারের পর থেকে আমরা বাস্তবের সাথে সাথে ভার্চুয়াল জগতেও উপভোগ করতে শিখে গেছি। বর্তমান যুগে ভার্চুয়াল জগতে ঈদের আনন্দ উপভোগ করার মজাটাই আলাদা। মূলত ভার্চুয়াল জগদীশ এখন শুরু হচ্ছে ঈদের মেইন আনন্দ। ঈদের চাঁদ দেখা মাত্রই আমরা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের কাছে এদের আনন্দে শেয়ার করতে পারি। এই আনন্দগুলো শেয়ার করি এসএমএস উক্তি কবিতা গান শ্রেষ্ঠ ইমোজি এবং বিভিন্ন প্রকার ছবি ইত্যাদির মাধ্যমে। মেসেঞ্জারে বা সরাসরি এসএমএসে মজার মজার এসএমএস বা ফানি এসএমএস পাঠানোর মাধ্যমে আমরা ঈদুল ফিতরের আনন্দকে বাড়িয়ে নিতে পারি। শুধুমাত্র একটি এসএমএস পাঠাও আমরা বন্ধুদেরকে আমাদের পরিবার পরিজনকে ঈদের আনন্দ বাটতে পারি।এই অংশ হতে কিছু ফানি এসএমএস এখনই সংগ্রহ করুন

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি। অগ্রিম ঈদ মোবারক

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন । তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ । বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে । ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। এই কামনায় ‘ঈদ মোবারাক’

ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন

ঈদুল ফিতর নিয়ে মজার মজার উক্তি, কবিতা, বাণী ও এসএমএস

রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর উদযাপন করা হয়। অন্যান্য দেশে ২০২৪ সালের ঈদুল ফিতর ১০ এ এপ্রিল অনুষ্ঠিত হলেও বাংলাদেশ ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ই এপ্রিল ২০২৪ তারিখে। কারণ বাংলাদেশের ঈদের চাঁদ দেখা গেছে ১০ এপ্রিল।ল ঈদের চাঁদ দেখার পর হাতেই যারা অনলাইনে ঈদ নিয়ে মজার মজার স্ট্যাটাস কবিতা বাণী, ক্যাপশন ও এসএমএস করছেন তারা নিচের থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ঈদুল আজহার অনাবিল আনন্দ ঈদ মোবারক ফানি, মজার মেসেজ, এসএমএস, SMS এর মধ্য দিয়ে প্রকাশ পাক। সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক এমন প্রত্যাশা ও শুভকামনা জানিয়ে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।

সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। এই কামনায় ‘ঈদ মোবারাক’

কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, ঈদ মোবারাক !!

সপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!

Ramadan

Ramadan writes for SehriAndIftarTime.com, offering expert content on Sehri and Iftar timings, Ramadan mubarak calendars, and spiritual insights, enhancing the holy month’s observance and experience.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *