জার্মানি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
জার্মানি সেহরি ও ইফতারের সময়সূচি 2025 | রমজানের ক্যালেন্ডার
জার্মানি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | জার্মানির বার্লিন রমজানের ক্যালেন্ডার 2025 পেতে সম্পন্ন নিবন্ধনটি পড়ুন। পশ্চিমের তথা ইউরোপের দেশ হল জার্মানি যারা নিজেদের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বিশ্বের বুকে। যদি ধর্মের কথা এ আলোচনা আসে তবে জার্মানি মোটেও ইসলামিক কোন দেশ নয়। কিন্তু প্রবাসী বাংলাদেশী সহ জার্মানিতে অনেক দেশের মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী মানুষ জন রয়েছে।
যারা অনেকেই কাজের পাশাপাশি জার্মানিতে অবস্থান করেন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য। এতে করে তাদের পবিত্র মাহে রমজানের সিয়াম বা রোজা ওখানেই রাখতে হয় স্বাভাবিক ভাবেই। এতে করে তাদের জন্যই আমাদের আয়োজন জার্মানি রমজানের রোজার সময় সূচি ক্যালেন্ডার 2025 যার ফলে মাস ব্যাপী আপনি বাহিরে থেকেও রোজা রাখতে পারবেন।
জার্মানি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
ইতোমধ্যেই আপনারা জেনে খুশি হবেন যে, সৌদি আরবের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে রমজানের চাঁদ দেখা গেছে। এতে করে আগামী ১ মার্চ, ২০২৫ তারিখে রমজানের প্রথম রোজা শুরু হতে যাচ্ছে সৌদি আরব সহ জার্মানিতেও। যার কারণে এই মুহূর্তে জার্মানিতে অবস্থান তথা বসবাস করা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জানতে চান, জার্মানি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২। কারণ আপনারাও জানেন যে, আপনি স্থানীয় ভাবে যেখানেই অবস্থান করেন তার নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে সেহরি ও ইফতার করতে হবে।
জার্মানির রমজানের ক্যালেন্ডার 2025 বার্লিন
পূর্বেই আপনারা জেনেছেন যে, জার্মানি কোন ইসলাম ধর্ম প্রধান তথা মুসলিম দেশ নয়। কিন্তু বিভিন্ন দেশের ইসলাম ধর্মের অনুসারীদের আনাগোনা রয়েছে ইউরোপের এই দেশটিতে। এতে করেই তাদের দরকার হয়, জার্মানির রমজানের ক্যালেন্ডার 2025 যা আমরা রাজধানী শহর বার্লিন সহ আরও কিছু বড় বড় শহরের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ্। সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র রাজধানী শহর বার্লিন হতে কিছু মিনিট যোগ তথা বিয়োগ করতে হবে।
আরব আমিরাত সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
জার্মানি আজকের রোজার সেহরির শেষ সময়
পবিত্র রমজানের চাঁদ আরবের দেশ গুলোর ন্যায় সৌদি আরবের আকাশেও দেখা মিলেছে। এতে করেই শুরু হচ্ছে রমজানের প্রথম রোজা, যার কারণেই এখন সকলে জেনে ও দেখে নিতে চান জার্মানি আজকের রোজার সেহরির শেষ সময় ভোর: 04:43 টায়।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ জার্মানি
উপরের অংশে জেনেছেন ও দেখেছেন জার্মানির সেহরির সময় সূচি। এখন জানতে হবে তার পরবর্তী ধাপে ইফতারের সময় সূচি টাইম জার্মানির বিভিন্ন শহরের জন্য। আজ বিকাল 05:32 টায় জার্মানিতে প্রথম রমজানের রোজার ইফতার হবে।