ইতালি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার
ইতালি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার 2025
ইতালি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | ইতালির রমজানের ক্যালেন্ডার 2025 ভেনিস, মিলান, রোম পেতে সম্পন্ন নিবন্ধনটি পড়ুন। ইতালি প্রবাসী সকল বাংলাদেশীদের পবিত্র মাহে রমজানের ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি। আজকের নিবন্ধনটিতে আমরা তুলে ধরবো ইতালির বিভিন্ন শহরের রমজানের সময় সূচি ২০২৫, যেখানে যুক্ত থাকবে সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার 2025। এতে করে এই মুহূর্তে আপনারা যারা ইতালিতে রয়েছেন এবং রমজানের রোজা করবেন তাদের জন্য বিষয়টি সহজ হতে চলেছে। কারণ আমরা জানি যে, রমজান মাসের সিয়াম পালনে সেহরি ও ইফতারের সূচি জানা প্রয়োজনীয়।
ইতালি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
প্রতি বছর বাংলাদেশ থেকে বিশেষ করে কাজের সন্ধানে প্রচুর প্রবাসী বাংলাদেশী ইতালিতে যায়। এতে করে দেশটির বিভিন্ন শহরে হয় তাদের আবাসস্থল এবং যখন মাহে রমজানের উপস্থিতি ঘটে তখন তারা সেখানেই রোজা রাখে। যার জন্য তাদের জানতে হয় স্থানীয় টাইম অনুযায়ী ইতালির সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫। কারণ আমরা জানি যে, সময়ের দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ, ইতালির সময়ের মধ্যে রয়েছে ৪ ঘণ্টার। যার কারণে আপনাকে আবশ্যিক ভাবেই ইতালির ইফতার ও সেহরির সময়সূচি জেনে তার পর রোজা রাখতে হবে।
ইতালির রমজানের ক্যালেন্ডার 2025
আমরা জানি যে, মাস ব্যাপী চলমান থাকে পবিত্র মাহে রমজানের রোজা বা সিয়াম। এতে করে প্রতিদিনের রোজার সেহরি ও ইফতারের সময়ে আসে পরিবর্তন, যার কারণে ভাল হয় রমজানের রোজার ক্যালেন্ডার সংগ্রহ করে রাখলে। এতে করে প্রতিদিনের রমজানের রোজার সূচি বিস্তারিত জানা সম্ভব হয়। তাই আসুন আপনাদের জন্য প্রণয়নকৃত ইতালির রোম, ফ্লোরেন্স, তুস্কানি, সিয়েনা, মিলান, ভেনিস ও ভেরোনা শহরের রমজানের ক্যালেন্ডার 2025 ডাউনলোড করে নিন।
সিঙ্গাপুর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
ইতালি আজকের রোজার সেহরির শেষ সময়
আজ ইতালির রোজার সেহরির সময়সূচি জানতে চেয়ে প্রশ্ন করেছেন এমন মানুষের সংখ্যা অনেক। কারণ ২০২৫ সালের রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে ইতালিতে। এতে করে উপরে উল্লেখিত ইতালির রমজানের ক্যালেন্ডার অনুসারে আজকের সেহরির শেষ সময় হল ভোর ৫ টা ২৭ মিনিট।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ ইতালি
অপরদিকে সেহরির পর ইফতারের টাইম কয়টায় ইতালির বিভিন্ন শহরে? বিশেষ করে প্রবাসী বাংলাদেশীরা থাকে এমন শহরে ইতালির আজকের ইফতার হবে সন্ধ্যে ৬ টা ২০ মিনিটে।