মদিনা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার
মদিনা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার 2025
মদিনা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | সৌদি আরবের মদিনার রমজানের ক্যালেন্ডার 2025 পেতে সম্পন্ন নিবন্ধনটি পড়ুন। সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ উঠেছে, এতে করে দেশটিতে শুরু হচ্ছে রমজানের সিয়াম। আমরা জানি যে, সৌদি আরব বিশাল বড় একটি দেশ, যেখানে রয়েছে ছোট বড় প্রায় ৮৫টি শহর ও উপশহর। এতে যেমন রয়েছে স্থানীয় মুসলিম, তেমনি ভাবে বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিম প্রবাসীরা রয়েছে। সৌদি আরবের এমনি একটি শহর হচ্ছে মদিনা, যেখানে হজ্জ ও উমরাহ্ করতে অনেক মুসল্লি যায়, যাতে করে তখন রমজান মাস হাজীর হলে রোজা রা সিয়াম সেখানেই রাখতে হয়। যার জন্য বিশেষ ভাবে বাংলা ভাষা ভাষী মানুষদের প্রয়োজন হয় মদিনার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫, যাতে করে প্রতিটি রোজার ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নিতে পারে।
মদিনা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
২০২৫ সালের আরবি শাবানের ৩০ তারিকে দেখা মিলেছে পবিত্র রমজানের চাঁদ। এতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মদিনা শহরে রোজা শুরু হচ্ছে আগামী ১ মার্চ, ২০২৫ তারিখ (শনিবার) হতে। আমরা জানি যে, মহান রব আমাদের মুসলিমদের জন্য রমজানের রোজাকে করেছেন ফরজ। এতে করে তা সকলের জন্য রাখা আবশ্যিক, যার কারণে আমরা যারা এখন সৌদি আরবের মদিনায় রয়েছেন এবং জানতে চান সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ তারা সৌদি সরকার কর্তৃক প্রকাশিত রামাদানের রোজার সূচি দেখে নিতে পারেন।
মদিনার রমজানের ক্যালেন্ডার 2025
মদিনা বলতে আমরা সোনার মদিনাকে বুঝি এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় নবী কারীম (সঃ)। এই মদিনায় বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তের লোকের আনাগোনা রয়েছে সারাক্ষণ সর্বময়। কারণ হজ্জ ও উমরাহ্র অনেক কার্যক্রম রয়েছে সৌদির এই শহরটিতে। যাতে করে সব সময় বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকেই, তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশী প্রবাসিরা। আমরা জানি যে, সৌদি আরবে প্রতি বছর শুধুমাত্র বাংলাদেশ হতেই কয়েক লক্ষ মানুষ যায় কেউ কাজের সন্ধানে আবার কেউ বা হজ্জ ও উমরাহ্ করতে। এতে করে বাংলা ভাষায় তাদের জানার প্রয়োজন হয় মদিনার রমজানের ক্যালেন্ডার 2025।
সৌদি আরবের মদিনা আজকের রোজার সেহরির শেষ সময়
রমজানের সহ যেকোনো মাসের যেকোনো রোজা রাখতেই আপনাকে প্রথমে সেহরি করতে হবে। কারণ রোজার উদ্দেশে সেহরি অত্যন্ত বরকতময় খাবার এবং সেহরি খাওয়া সুন্নত। তবে কখন ও কিভাবে সেহরি খাবেন তার জন্য অবশ্য নির্ধারিত সময়সূচি রয়েছে বটে। সৌদি আরবের মদিনায় আজকের রোজার সেহরির শেষ সময় ভোর ০৫:২৮ টায়।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ সৌদির মদিনা
আজ কখন বা কয়টায় সৌদির মদিনায় ইফতার হবে? এমন প্রশ্ন এখন মদিনা বাসীদের মনে। যার একটায় কারণ, আজ সৌদি আরবের মদিনায় প্রথম রমজানের রোজা শুরু হয়েছে। আজ সন্ধ্যে ০৬:২৫ টায় সৌদি আরবের মদিনা শহরে প্রথম রোজার ইফতার হবে।