News

চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৫ [আজ সৌদি আরবে রোজার চাঁদ উঠেছে কি]

চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর 2025 [আজ সৌদি আরবে রোজার চাঁদ উঠেছে কি]

চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৫ [আজ সৌদি আরবে রোজার চাঁদ উঠেছে কি 2025] জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমজানের খুব কাছে দাড়িয়ে! পবিত্র মাসে গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ আরবি ৮ম তম মাস, শাবানের সমাপ্তি প্রহরে আমরা ক্ষণ গুনছি, মাহে রমজানের শুরুর। যার কারণে ইসলামিক দেশ গুলোতে চাঁদ দেখার আয়োজন করা হয়েছে।

এতে করে সৌদি আরব, আরব আমিরাত (দুবাই), মালয়েশিয়া, ওমান, কাতার, কুয়েতের মতো মধ্যপ্রাচ্যের আরব দেশ গুলোতে রমজানের রোজার চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটিরা বৈঠক করবেন ইনশাআল্লাহ্‌। এতে করে আমরা আপনাদের জানিয়ে দিবো, আজ সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ উঠেছে কিনা, চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর গুলো।

চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৫

বিশ্ব মুসলমানদের সকল ধরণের ধর্মীয় উপলক্ষ এবং উৎসব চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কারণ ইসলামিক বিভিন্ন আচার, আয়োজন ইসলামিক তথা আরবি মাসের আলোকেই অনুষ্ঠিত হয়। আর আপনারা জানেন যে, হিজরি সনের, আরবি মাস গুলো চাঁদের সাথে সম্পর্কযুক্ত।

এজন্যই চাঁদ দেখা নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর ও সঠিক তথ্য জানাতে গঠন করা হয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এটি পরিচালনার দায়িত্বে আছে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। যারা আজ শুক্রবার বাদ মাগরিব, চাঁদ দেখতে বসবেন, তাই চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর পেতে, আমাদের সাথে যুক্ত থাকুন এই পাতায়।

আজ সৌদি আরবে রোজার চাঁদ উঠেছে কি?

আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজ ২৯ শাবান, ১৪৪৬ হিজরি তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সৌদি আরবের আকাশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে পরের দিন অর্থাৎ শনিবার (১ মার্চ) পবিত্র মাহে রমজানের রোজা শুরু হবে। আর সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না গেলে শনিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সৌদি আরবে রমজানের রোজা শুরু হবে রবিবার (২ মার্চ)। আজ সৌদি আরবে রোজার চাঁদ উঠেছে কি? এই প্রশ্নের উত্তর জানতে আপনাকে রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার পর জানিয়ে দেওয়া হবে আজ সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে কিনা।

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে, প্রথম রোজা শুরু কাল শনিবার থেকে।

 আরও দেখুন: সৌদি আরব সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার

সৌদি আরবে রোজা কবে 2025

আমরা জানি যে, মুসলিম বিশ্বের প্রতিটি মানুষ ইসলামিক আয়োজন ও উৎসব গুলোতে বিশেষ ভাবে নজর রাখে সৌদি আরবের দিকে। কারণ ইসলামিক এই দেশটিতে প্রথমে চাঁদ দেখা গেলে কাছের অন্যান্য দেশ গুলোতে একই সাথে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ পরেরদিন তা পালন করে থাকে, ভৌগোলিক ভাবে বাংলাদেশ, ভারতে একদিন পরে চাঁদ দেখা যায়। ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের রোজা সৌদি আরবে আগামীকাল ১ মার্চ (শনিবার) থেকে শুরু হবে, ইনশাআল্লাহ্‌ (চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে)।

Ramadan

Ramadan writes for SehriAndIftarTime.com, offering expert content on Sehri and Iftar timings, Ramadan mubarak calendars, and spiritual insights, enhancing the holy month’s observance and experience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *