ওমান মাস্কাট সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
ওমান মাস্কাট সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার 2025
ওমান মাস্কাট সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | ওমান রমজানের ক্যালেন্ডার 2025 দেখে পিডিএফ ও ছবি ডাউনলোড করে নিন। এশিয়ার মুসলিম দেশ গুলোর মধ্যে ওমানও একটি দেশ যার ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তাই তো ধর্ম প্রাণ মুসলিমরা প্রতি বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে পবিত্র মাহে রমজান মাসের রোজার জন্য। কারণ আমরা সকলেই অবগত আছি যে, রমজানের সিয়াম বা রোজাকে আমাদের মহিমান্বিত রব রয়েছেন ফরজ ইবাদাত, যা রাখতে বাধ্য আমরা।
এতে করে দেশে থাকি বা দেশের বাহিরে কোথাও। আমরা জানি যে, বাংলাদেশী প্রবাসীরা অনেক দেশেই কাজের জন্য যেয়ে থাকেন, তাদের মধ্যে যখন রমজানের মাসের আগমন ঘটে তখন জেনে নিতে সময় সঠিক সময় সূচি। তাই আপনারা যারা এখন ওমানের রাজধানী মাস্কাট রয়েছেন তারা জেনে নিন আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫।
ওমান মাস্কাট সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
প্রতিটি দেশের রাজধানী শহর সেই দেশের প্রধান শহর বা স্থান বলে বিবেচিত হয়। কারণ রাজধানী ঘিরেই প্রতিটি উন্নত স্থাপনা ও যাবতীয় কার্যক্রম গড়ে উঠে। ঠিক তেমনি ভাবে ওমানের রাজধানী মাস্কাটকে মধ্যপ্রাচ্যের রাজধানী বলা হয়। কারণ এই মাস্কাট শহরটি খুবই উন্নত ও পরিবেশ বান্ধব, যার কারণে বিভিন্ন দেশের পর্যটকদের আনাগোনা রয়েছে সেখানে। তেমনি ভাবেই মুসলিম পর্যটক থেকে শুরু করে প্রবাসী বাঙ্গালী মুসলিমরা রয়েছে ওমানের রাজধানী মাস্কাটে, যাদের মাহে রমজানের রোজা রাখার জন্য আবশ্যিক ভাবে জানতে হবে রোজার সময় সূচি। কেন না এতে করে জানা যাবে প্রতিটি রমজানের রোজার ওমান মাস্কাট সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫।
ওমানের মাস্কাট রমজানের ক্যালেন্ডার 2025
সাধারণত ক্যালেন্ডারের কথা বললে আমরা ক্যালেন্ডার বছর বা ইংরেজিরে ইয়ার ভেবে থাকি। ১ মাস হয় পবিত্র মাহে রমজানের সাওম বা সিয়াম। যার কারণেই একটি ক্যালেন্ডার আকারে রমজানের সময় সূচি লিপিবদ্ধ থাকতে তা যথেষ্ট ভাল হয়। এতে করে একজন মুসলিম ভাই বা বোন সহজেই ওমানের মাস্কাট সহ প্রতিটি স্থানের স্থানীয় সময় অনুসারে করে নিতে পারবেন রমজানের রোজার সেহরি ও ইফতার গুলো। তাদের কথা মাথায় রেখে আমরা এই পর্যায়ে ওমানের মাস্কাট রমজানের ক্যালেন্ডার 2025 ছবি ও টেবিল আকারে পিডিএফ ফাইল দিবো ইনশাআল্লাহ্।
মাস্কাট আজকের রোজার সেহরির শেষ সময়
২০২৫ সালের পবিত্র মাহে রমজানের প্রথম রোজা ওমানে শুরু হতে যাচ্ছে ১ মার্চ (শনিবার) তারিখ হতে। এতে করে আপনাকে জেনে ও দেখে নিতে হবে প্রথম রমজানের রোজার সেহরির সময়। আমরা উপরের অংশের বণিত ওমানের রমজানের সময় সূচি ২০২৫ হতে জানতে পারি রাজধানী মাস্কাটের আজকের সেহরির শেষ সময় ভোর ০৫:১৯ টায়।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ ওমান মাস্কাট
আজ কখন ও কয়টায় ওমানের মাস্কাটে রমজানের রোজার ইফতার হবে? তা জানতে চান ওমান বাসী সহ সেখানে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা। সাধারণত সেহরি খেয়ে রোজা রাখার নিয়ত করার পর সব থেকে কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে ইফতার, ওমানের মাস্কাটে আজকের ইফতারের সময় সন্ধ্যে ০৬:১৭ টায়।