রিয়াদ সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার
রিয়াদ সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার 2025
রিয়াদ সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | সৌদি আরবের রিয়াদের রমজানের ক্যালেন্ডার 2025 পেতে সম্পন্ন নিবন্ধনটি পড়ুন। একটি বছর ঘুরে রহমতের বাড়িধারা নিয়ে আমাদের সামনে আবারও হাজীর হয়েছে পবিত্র রজনীর সেই মাস, যার নাম মাহে রমজান। আমরা জানি যে, মুসলিমদের প্রাণকেন্দ্র খ্যাত সৌদি আরবে সর্বপ্রথম রমজানের চাঁদের সন্ধান করা হয়। যেখানে চাঁদ উঠলে পরের দিন অনেক দেশে রোজা হয়। তবে বিশেষ করে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদির ১দিন পরে রমজানের চাঁদ দেখা যায়। ২০২৫ সালের রমজানের চাঁদ সৌদি আরবে দেখা মিলেছে, এতে করে রাজধানী রিয়াদের রোজার সময়সূচি 2025 নিয়ে আমরা এসেছি। যেখানে আপনারা জানতে পারবেন সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ রিয়াদের আজকের ইফতার ও সেহরির শেষ সময় সূচি।
রিয়াদ সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
আমরা সকলেই অবগত আছি যে, সৌদি আরবের রাজধানী শহর হচ্ছে রিয়াদ। এই রিয়াদ শহরেই পবিত্র শাবানের শেষে রমজানের চাঁদ দেখার আয়োজন করা হয়েছিল, যেখানে সৌদির রিয়াদের আকাশে কাঙ্ক্ষিত সেই চাঁদের দেখাও মিলেছে। যার ফলে আগামী ১ মার্চ, ২০২৫ তারিখ (শনিবার) হতে সৌদি আরবের রিয়াদে শুরু হচ্ছে রমজানের রোজা। এতে করে বিশেষ করে প্রবাসী বাংলাদেশীরা Saudi Arabia Rojar Somoy Suchi 2025 Riyadh Romjan Calendar, Sehri o Iftar Time খুঁজে থাকে। কারণ সঠিক ভাবে রিয়াদ সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ না জানতে পারলে রোজা রাখা মস্কিল হয়ে পরবে।
রিয়াদের রমজানের ক্যালেন্ডার 2025
আপনি কি বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন? আপনি কি একজন প্রবাসী বাংলাদেশী? তবে এখন অবশ্যই সৌদির রিয়াদের রমজানের ক্যালেন্ডার 2025 দেখতে ও ডাউনলোড করে রাখতে চাইবেন। কেন না, আমাদের মাঝে এখন বিরাজমান পবিত্র মাহে রমজান মাস, যে মাসের রোজা তথা সিয়ামকে মহান আল্লাহ্ তালা ফরজ করে দিয়েছেন। সৌদি আরবের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 2025 সালের রিয়াদের রমজানের ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে ১ মার্চ প্রথম রোজা ধরে তা নির্ধারণ করা হয়।
সৌদি আরবের রিয়াদ আজকের রোজার সেহরির শেষ সময়
অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদির আকাশে উঠেছে রমজানের রোজা চাঁদ, এতে করে মুসলিমরা পেতে চাই সেহরির সময়সূচি। কারণ সেহরি খেয়ে রোজা রাখতে হয় এটাই নিয়ম এবং এতে করে ফজিলত। সৌদি আরবের রমজানের সূচি অনুযায়ী রিয়াদে আজকের রোজার সেহরির শেষ সময় ভোর ৫ টা বেজে ০১ মিনিট।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ সৌদির রিয়াদ
যখন সেহরি খেয়ে সিয়াম রাখার নিয়ত করা হয়, তার পর একটি সময়ে গিয়ে ইফতারের মধ্য দিয়ে সেই সিয়াম পূর্ণ করতে হয়। এ জন্য তথা ইফতারের জন্যও একটি নির্ধারিত সময় রয়েছে। ২০২৫ সালের সৌদির রমজানের সময়সূচী মতে আজকে রিয়াদে ইফতার হবে সন্ধ্যে ৫ টা বেজে ৫৪ মিনিটে।