সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি? আজকের চাঁদ উঠার খবর 2025
সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি ২০২৫? আজকের চাঁদ উঠার খবর 2025

সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি ২০২৫? আজকের চাঁদ উঠার খবর 2025 জানুন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ্। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আবারও আসতে চলেছে পবিত্র মাহে রমজান মাস, যে মাসের সিয়াম সাধনাকে মুসলিম উম্মাহর জন্য ফরজ করা হয়েছে। এই রোজার মধ্য দিয়ে আমরা আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি এবং একই সাথে বিগত জীবনের পাপ মোচন করতে পারি ইনশাআল্লাহ্।
পবিত্র মাহে রমজানের রোজা কবে শুরু হবে? এই তথ্য জানতে সৌদি আরবের ইসলামিক ফাউন্ডেশন রাজধানী রিয়াদের আকাশে রমজানের চাঁদের সন্ধান করবেন। তাই আপনি যদি জানতে চান, আজকে সৌদি আরবে রমজানের রোজা কবে শুরু হবে অথবা সৌদির আকাশে রমজানের চাঁদ দেখা গেছে কিনা জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।
সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি?
পবিত্র মাহে রমজানের আগমন আমাদের জন্য রহমত, বরকত ও মাগফিরাত বয়ে আসতে চলেছে ইনশাআল্লাহ্। দীর্ঘ একটি বছর পর মাহে রমজানের চাঁদ উঁকি দিবে আকাশের পানে যার জন্য সকল মুসলিমদের হৃদয় চেয়ে আছে। আমরা জানি যে, সৌদি আরব মুসলিম উম্মাহর শীর্ষ স্থানীয় একটি দেশ, যেখানে রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক, রয়েছে আল্লাহ্র পবিত্র ঘর কাবা শরীফ।
তাই আমরা সকলেই জানতে চায়; সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি? হিজরি ১৪৪৬ সনের ক্যালেন্ডার অনুসারে আজ ২৮ ফেব্রুয়ারি, সৌদি আরবে শাবান মাসের ২৯ তারিখ। আজ সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের আকাশে রমজানের চাঁদ দেখার আয়োজন করা হয়েছে, এবং একই সাথে দেশটির সুপ্রিম কোর্ট হতে দেশবাসীকে খালি চোখে চাঁদ দেখার নির্দেশ প্রদান করা হয়েছে।
আজকের চাঁদ উঠার লাইভ খবর 2025
ইতোমধ্যেই আপনারা সকলে অবগত আছেন যে, আজ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রোজ শুক্রবার, সৌদি আরবে ২৯ শাবান, ১৪৪৬ হিজরি। যার কারণে আজকেই সৌদি আরবের আকাশে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে সন্ধ্যায় রাজধানী রিয়াদের আকাশে বাদ মাগরিব আধুনিক টেলিস্কোপের মাধ্যমে রমজানের চাঁদের অনুসন্ধান চলছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবরে আজকের চাঁদ উঠার লাইভ আপডেট পেতে পেজটি রিফ্রেশ করতে থাকুন)।
সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে, প্রথম রোজা শুরু কাল শনিবার থেকে।
আরও পড়ুনঃ সৌদি আরব সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
সৌদির আকাশে রোজার চাঁদ দেখা গেছে কি ২০২৫
প্রতি মাসে আইয়ামে বীজের মতো নফল রোজা রয়েছে ইসলামে এছাড়াও ফরজ রোজা রয়েছে পবিত্র মাহে রমজান মাসে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের ন্যায় সৌদি আরবেও চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাসের রোজার শুরু হয়। এতে করে আরবি নবম তম মাস রমজান আসে শাবানের পরে, সৌদির আকাশে রোজার চাঁদ দেখা গেলে, উল্লেখ্য যে, ২৯ শাবান রমজানের চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে এবং ৩০ শাবানে চাঁদ দেখা গেলে ২রা মার্চ, ২০২৪ রবিবার থেকে সৌদি আরবে প্রথম রোজা শুরু হবে ইনশাআল্লাহ্।