সৌদি আরব সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
সৌদি আরব সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার 2025
সৌদি আরব সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | সৌদি আরবের রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 রিয়াদ, মক্কা, মদিনা, তাবুক, তায়েফ ও দাম্মাম ডাউনলোড করুন। হিজরি ১৪৪৬ সনের শাবান মাসের শেষে আমাদের মধ্যে আসতে চলেছে পবিত্র মাহে রমজান। যে মাসটির গুরুত্ব ও তাৎপর্য মুসলিম উম্মাহর কাছে অপরিসীম তথা সীমাহীন। কারণ এ মাসে মহান আল্লাহ্ তালা নাযিল করেছেন পবিত্র আল কুরআন, সাথে এ মাসেই ফরজ করা হয়েছে মাসব্যাপী সিয়াম। এতে করে বিগত বছরের ন্যায় এবারও সৌদি আরবে বাংলাদেশে ১দিন আগে শুরু হচ্ছে রমজানের রোজা। যার ফলে আপনারা প্রবাসী বাংলাদেশী হিসেবে যারা সৌদি আরবের বিভিন্ন শহরে রয়েছেন, তাদের জন্য রমজানের রোজার ক্যালেন্ডার তথা সময়সূচি ২০২৫ তুলে ধরবো ছবি ও পিডিএফ ফাইলে।
সৌদি আরব সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
১৪৪৬ হিজরি শাবান মাসের ৩০ তারিখে সৌদি আরবের রাজধানী রিয়াদে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আয়োজন করা হয়। এতে করে সন্ধ্যায় শুরু হয় রমজানের রোজার চাঁদ দেখার কার্যক্রম। যার ফলে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সৌদির আকাশে দেখাও যায় রমজানের চাঁদ। এতে করে সৌদি আরবে রোজা শুরু হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শনিবার)। যার কারণে ইতোমধ্যেই দেশটির যুবরাজ চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের রমজানের রোজার সময়সূচি ২০২৫ সৌদি আরবের সেহরি ও ইফতারের সময় বা টাইম প্রকাশ করেছে।
সৌদি আরব রমজানের ক্যালেন্ডার 2025 রিয়াদ, মক্কা, মদিনা, তাবুক, তায়েফ ও দাম্মাম
আমরা জানি যে, দক্ষিণ এশিয়ার দেশ সৌদি আরব অনেক বড় মুসলিম একটি রাষ্ট্র, অন্য কথায় বললে মুসলিম উম্মাহর আতুর ঘর বলা যায়। যে দেশ রয়েছে প্রায় ৮২টি প্রদেশ, যার মধ্যে প্রায় ৭টিতে রয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা। যারা প্রতি নিয়ত রেমিট্যান্সের জন্য লড়ে যাচ্ছে ও করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম। কাজের জন্য ছাড়াও সৌদি আরবে অনেক বাংলাদেশী যায় হজ্জ ও উমরা হজ্জ করতে। এতে করে যখন তারা দেশটিতে থাকে এবং মাহে রমজান মাস আসে তখন জানতে হয় সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার 2025। যা রাজধানী শহর রিয়াদ, প্রাণের শহর মক্কা, মদিনা এবং তাবুক, তায়েফ ও দাম্মামের জন্য দেওয়া হল।
সৌদি আরবের আজকের রোজার সেহরির শেষ সময়
মুসলিম উম্মাহর জন্য বহুল কাঙ্ক্ষিত মাসটি হচ্ছে মাহে রমাদান, যা পালন করতে প্রথমেই নিয়তের সাথে সেহরি খেতে হয়। এতে করে আগে জানতে হবে প্রতিদিনের সেহরির সময়সূচি। ২০২৫ সালের সৌদি আরবের আজকের সেহরির শেষ সময় হবে ভোর ০৫:০৮ টায়।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ সৌদি আরব
আপনি কি জানতে চান, সৌদি আরবের আজকের ইফতারের সময়সূচী? ইফতার হল সিয়াম রাখার পর নির্দিষ্ট সময়ে পূর্ণ করার উপায়। ইসলামে ইফতার সঠিক সময়ে করার তাগিত দেওয়া হয়েছে, কারণ সময় পেড়িয়ে ফেলে রোজা নষ্ট হতে পারে। সৌদি আরবের আজকের ইফতার হবে সন্ধ্যা ০৬:০৪ টায়।