শারজাহ আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : আরব আমিরাত
শারজাহ আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : আরব আমিরাত দুবাই

শারজাহ আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, আল আইন, আজমান রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 জেনে নিন। প্রিয় মুসলিম ভাই ও বোনদের পবিত্র মাহে রমজানের ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যেই আপনারা সকলে অবগত আছেন যে, সংযুক্ত আরব আমিরাতের আকাশে দেখা মিলেছে পবিত্র মাহে রমজানের রোজা চাঁদ, যা ২৮ ফেব্রুয়ারি অফিচিয়াল ভাবে খালিজ টাইমস নিশ্চিত করেছে। এর ফলে ১ মার্চ (শনিবার) হতে আরব আমিরাতের শারজাহ সহ সকল শহরে শুরু হতে যাচ্ছে রমজানের প্রথম রোজা। এতে করে আপনারা এখন যারা দুবাইয়ের শারজাহ শহরের রয়েছেন এবং একই সাথে পবিত্র মাহে রমজানের রোজা গুলো রাখবেন তারা জেনে নিন শারজাহর আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫।
শারজাহ আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫
রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে আমাদের মাঝে হাজীর হয়েছে পবিত্র মাহে রমজান মাস। যে মাসের সাওমকে আমাদের মহান রব আমাদের জন্য করেছেন ফরজ ইবাদাত। যার কারণেই আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী রয়েছি (যা মহান আল্লাহ্ তাআলা নিবেদিত) একমাত্র ধর্ম। তাদের আবশ্যিক ভাবে রমজানের সিয়াম তথা রোজা গুলো করতে হবে।
তাই আপনি এই মুহূর্তে যেখানে যে দেশের, যে শহরে অবস্থান করছেন তার স্থানীয় সময় অনুসারে জেনে নিতে হবে সেহরি ও ইফতারের সময়সূচি। এতে করে আপনারা যারা এখন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে, তারা দেখে নিন আজকের ইফতারের টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ কখন এবং কয়টায়।
রমজানের সময় সূচি 2025 শারজাহ আরব আমিরাত
আরব আমিরাতের ২য় সর্বোচ্চ শহর হচ্ছে শারজাহ, যেখানে স্থানীয় মুসলিমদের পাশাপাশি রয়েছেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশীরা। যারা সাধারণত কাজের সন্ধানেই গিয়েছেন এবং সেখানে রয়েছে এছাড়াও নতুন করে আরও জনবল প্রতি বছর যাচ্ছে। তাদের পবিত্র মাহে রমজানের রোজা করার ক্ষেত্রে জানতে হবে শারজাহর রমজানের সময় সূচি ২০২৫, এতে করে আজকের এবং আগামীকালের সেহরির শেষ সময় জানার পাশাপাশি জানতে পারবে ইফতারের সময়সূচিও। আর আপনারা জানেন যে, রমজান মাসের রোজা সহ সকল ধরণের নফল রোজা রাখার ক্ষেত্রেও ইফতার ও সেহরির সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ।
দুবাই সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
শারজাহ ইফতার টাইম ২০২৫ দুবাই
আজ সন্ধ্যা ০৬:২১ টায় আরব আমিরাতের শারজাহ শহরে ইফতার অনুষ্ঠিত হবে। আমরা জানি যে, সারাদিন পানা হারের বাহিরে থেকে আমাদের রমজান সহ অন্যান্য রোজা বা সিয়াম করতে হয়। এবং একই সাথে সন্ধ্যায় মাগরিবের আযানের সাথে ইফতারের মধ্য দিয়ে রোজা পূর্ণ করতে হয়।
শারজাহ সেহরির শেষ সময় ২০২৫ আরব আমিরাত
আজ ভোর ০৫:২৫ টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সেহরির শেষ সময়। অর্থাৎ এর সময়ের মধ্যেই আপনাকে সেহরির খাবার গ্রহণ বা খেতে হবে। কারণ আমরা জানি যে, সুবাহে সাদিকের মধ্যেই রোজার সেহরির খাবার খেয়ে শেষ করার নির্ধারিত সময়।