সিঙ্গাপুর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
সিঙ্গাপুর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার 2025
সিঙ্গাপুর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | সিঙ্গাপুরের রমজানের ক্যালেন্ডার 2025 পেতে সম্পন্ন নিবন্ধনটি পড়ুন। প্রথমেই সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানায়। আপনাদের আত্ম ত্যাগের বিনিময়ে দেশে আসে রেমিট্যান্স, যার অর্থ দিতে তৈরি হয় দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা হতে শুরু করে উন্নয়ন মূলক সব কিছুই। আপনাদের মাঝে এসেছে এখন পবিত্র মাহে রমজান মাস, আশা করি সকলেই জানেন মাসটি সম্পর্কে বিস্তারিত। আজকের নিধন্ধনে আমাদের মূল যে বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে সিঙ্গাপুরের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫, যাতে করে রমজানের রোজার ক্যালেন্ডার 2025 অনুসারে আপনারা দেশের বাহির থেকেও প্রতিটি সিয়াম পালন করতে পারেন।
সিঙ্গাপুর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
রমজান এলো, রমজান এলো, এলোরে মাহে রমজান দীর্ঘ একটি বছর পরে মুসলিমদের ঘরে আবারও সেই পবিত মাস। যে মাসেই নাযিল হয়েছে পবিত্র গ্রন্থ আল-কুরআন। আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েও এ মাসের ফরজ রোজা বা সিয়াম রাখবেন, এতে করে তাদের প্রয়োজন হবে সিঙ্গাপুরের সেহরি ও ইফতারের সময় সূচি 2025। যা দেখে বা ব্যবহার করে তারা প্রতিদিনের রোজার সেহরি খেতে এবং একই সাথে ইফতার করতে পারবেন। যাতে করে আশা করা যায় ইনশাআল্লাহ্ কোন ধরণের ভুল ত্রুটি হবে না। তাই নিচের অংশে দেওয়া সিঙ্গাপুরের আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ দেখে ও আপনার স্মার্ট ডিভাইসে সেভ করে রাখুন।
সিঙ্গাপুরের রমজানের ক্যালেন্ডার 2025
আয়তনের দিক থেকে দেখলে বা ধরলে সিঙ্গাপুর খুবই ছোট একটি দেশ, তবে উন্নতের দিক থেকে প্রচুর এগিয়ে রয়েছে। এ দেশে রয়েছে বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং প্রতি নিয়ত আরও যাচ্ছে। যাদের ৯৫% হল মুসলিম বা ইসলাম ধর্মের, তাদের জন্যই আমাদের এই নিবন্ধন সাজানো হয়েছে। যেখানে যুক্ত করা হবে 2025 সালের সিঙ্গাপুরের রমজানের ক্যালেন্ডার, এতে করে দেশটিতে অবস্থানরত মুসলিমরা সহজেই রোজা সেহরি ও ইফতারের সময়সূচি জেনে নিতে পারবেন নিজ থেকেই।
সিঙ্গাপুর আজকের রোজার সেহরির শেষ সময়
রোজা বা সিয়াম ইসলামের ৫টি স্তম্ভের একটি, যা ফরজ করা হয়েছে পবিত্র মাহে রমজানের মাসে। আপনারা ইতোমধ্যেই জেনেছেন ২০২৫ সালের রমজানের চাঁদ সিঙ্গাপুরের আকাশে দেখা গেছে। এতে করে ১ মার্চ, ২০২৫ তারিখে প্রথম তথা সিঙ্গাপুরের আজকের রোজার সেহরির শেষ সময় ৬ টা বেজে ০৬ মিনিট।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ সিঙ্গাপুর
ইতোপূর্বে আপনারা জেনেছেন বা জানেন! সঠিক সময়ে ইফতার না করলে রোজা বা সিয়াম নষ্ট হবার চান্স থাকে। এতে করে আপনাকে মাহে রমজানের ৩০টি রোজার ইফতারের সময়সূচি জেনে রাখতে হবে। আজকের রমজানের ইফতার সিঙ্গাপুরে হবে ৭ টা বেজে ২০ মিনিটে।