মক্কা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার
মক্কা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | রমজানের ক্যালেন্ডার 2025
মক্কা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | সৌদি আরবের মক্কার রমজানের ক্যালেন্ডার 2025 পেতে সম্পন্ন নিবন্ধনটি পড়ুন। মহান আল্লাহ্ তালা রোজার তথা সিয়ামের পূর্ণ নিজের হাতে দিয়ে থাকেন, এতে করেই বুঝা যায় রোজা কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। আমরা জানি যে, রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তাই প্রতিটি মুসলিম আমরা পবিত্র এ মাসটাতে যেখানেই অবস্থান করি না কেন, আমাদের রোজা রাখতে হবে। বাংলাদেশের অনেক প্রবাসী ভাইয়েরা কাজ, পড়াশুনা ও হজ্জ এবং উমরাহ্ করতে সৌদি আরবের মক্কা নগরীতে যেয়ে থাকেন। এতে করে যখন পবিত্র মাহে রমজান মাস তাদের মাঝে চলে আসে, তখন সেখানেই রোজা পালন করতে হয়। যার জন্যই সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ মক্কার আজকের ইফতার ও সেহরির সময়সূচি জানতে হয়।
মক্কা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
আল্লাহ্ তালাকে খুশি ও সন্তুষ্ট করতে রমজানের রোজা হতে পারে উন্নতম মাধ্যম, কারণ এটি একটি ফরজ ইবাদাত। আর আমরা জানি যে, ফরজ কাজ আমাদের জন্য আবশ্যিক করা হয়েছে। তাই অনেক যত্ন সহকারে আমাদের পবিত্র মাহে রমজানের সকল রোজা পালন করতে হবে। আপনারা অবগত আছেন যে, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ উঠেছে, এতে করে পরের দিন অর্থাৎ ১লা মার্চ হতে প্রথম রোজা শুরু হচ্ছে। যার জন্য ইতোমধ্যেই নিচের অংশে প্রদান করা হয়েছে সৌদির মক্কার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫।
মক্কার রমজানের ক্যালেন্ডার 2025
পূর্ণভূমি সৌদি আরবের মক্কা নগরী, এ শহরেই জন্ম আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর। প্রতি বছর কাজ, হজ্জ ও উমরাহ্ এর জন্য লাখ, লাখ মানুষের সমাগম ঘটে। এতে করে মক্কা নগরীতে থাকা অবস্থায় যখন মাহে রমজান আপনাদের মাঝে আসবে, তখন সেখানেই রাখতে হবে সিয়াম বা রোজা। যার জন্য রমজানের মাস ব্যাপী ক্যালেন্ডার জানাটা প্রয়োজনীয়, এতে করে প্রতি দিনের সেহরি ও ইফতার সঠিক সময়ের মধ্যে করতে পারবেন। সৌদি সরকারের ইসলামিক ফাউন্ডেশন 2025 সালের রমজানের ক্যালেন্ডার প্রণয়ন করেছে, যেখানে ২৯টি রোজার সময়সূচী দেওয়া হয়েছে।
সৌদি আরবের মক্কার আজকের রোজার সেহরির শেষ সময়
আবারও এসেছে মাহে রমাদান মাস, যে মাসে গুরুত্ব ও ফজিলত অনেক, যা আমাদের সকলের জানা। যখন রমজান আমরা পায়, তখন সবাই আনন্দের সাথে রোজা পালন করে থাকি, এতে করে জেনে নিতে হয় সেহরির সঠিক সময়। সৌদি আরবের রমজানের সূচি অনুযায়ী আজকের সেহরির শেষ সময় হল ভোর ৫ টা বেজে ২৫ মিনিট।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ সৌদির মক্কা
সেহরির পাশাপাশি ইফতার আরও একটি গুরুত্ব বহন করে রোজার ক্ষেত্রে। কারণ আমরা জানি যে, রোজা রাখার পর ইফতারের মধ্য দিয়ে তা পূর্ণ করতে হয়। তার জন্য জানতে হবে টাইম সৌদি আরবের মক্কার আজকের ইফতার হবে সন্ধ্যে ৬ টা ২৩ টায়।