ইতালি মিলান সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার
ইতালি মিলান সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ : রমজানের ক্যালেন্ডার 2025
ইতালি মিলান সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ | ইতালির রমজানের ক্যালেন্ডার 2025 ভেনিস, রোম পেতে সম্পন্ন নিবন্ধনটি পড়ুন। প্রিয় ইতালি বাসী আপনাদের জানায় পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। ইতোমধ্যেই আপনারা অবগত আছেন যে, ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি সৌদি আরবে দেখা গেছে গত ২৮ ফেব্রুয়ারি।
যার ফলে সেখানে এবারের রমজানের রোজা মাস শুরু হয়েছে ১ মার্চ (শনিবার) হতে। অপর দিকে ইউরোপের দেশ ইতালিতে রমজানের চাঁদ দেখা যায় ১লা মার্চ, যার ফলে প্রথম রোজা শুরু হচ্ছে আগামী ২রা মার্চ, ২০২৫ তারিখ রবিবার হতে। এতে করে আপনারা ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিম হিসেবে ইতালি দেশটির মিলানো শহরে রয়েছেন, তাদের জন্যই আজকের ইতালি রমজানের সময় সূচী ২০২৫ ক্যালেন্ডারটি।
ইতালি মিলান সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
আমরা সকলেই অবগত রয়েছি যে, ইউরোপের দেশ গুলোতে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা হাতে গোনা অর্থাৎ অনেক কম। কারণ ইউরোপে সংখ্যা গরিষ্ঠ ভাবে রয়েছে খ্রিস্ট ধর্মের মানুষ জন। তবে অল্প সংখ্যক ইসলাম ধর্মের অনুসারী সহ অনেক প্রবাসী মুসলিমের আনা গোনা রয়েছে ইতালির বিভিন্ন শহরে, যার মধ্যে উন্নতম মিলান। যে শহরটি গৌরবময় ইতিহাসের পাশাপাশি রয়েছে ব্যাপক পর্যটন এলাকা।
আর এতে করেই বিভিন্ন দেশের পর্যটক প্রতি বছর ইতালির মিলান শহরে পাড়ি জমান। এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের একাংশ রয়েছে উল্লেখিত নগরীতে, যার কারণেই জেনে নিন ইতালি মিলান সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫, যা সংগ্রহে রাখতে পারবেন ছবি ও পিডিএফ ফাইলে।
মিলান ইতালির রমজানের ক্যালেন্ডার 2025
একটি বছর ঘুরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে হিজরি ১৪৪৬ সনের পবিত্র মাহে রমজান মাস। মাহে রমজান মাসটি আরবি এর অষ্টম তম মাস শাবানের পরের মাস, যার মাস ব্যাপী রোজা তথা সিয়াম সাধনাকে মহান রব আমাদের জন্য করেছেন ফরজ। যার কারণেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে আপনি, আমি যেখানেই অবস্থান করি না কেন, মহান রবের আবশ্যিক এই ইবাদাত আমাদের করতে হবে। বিশেষ করে আপনারা যারা এই মুহূর্তে দেশের বাহিরে ইতালিতে রয়েছেন, বিখ্যাত মিনালে। তাদের জন্য ইতালির স্থানীয় সময় অনুসারে মিলান রমজানের ক্যালেন্ডার 2025 তুলে ধরা হল, যেখানে আজকের ইফতার ও সেহরির শেষ সময় দেওয়া রয়েছে।
ইতালি আজকের রোজার সেহরির শেষ সময় মিলান
বাংলাদেশ হতে এখন প্রতি বছর ও প্রতি নিয়ত ইউরোপের উন্নতম দেশ ইতালিতে যাচ্ছে। যার মধ্যে ৯৪ শতাংশ গিয়ে থাকে কর্মী হিসেবে বিভিন্ন কাজের সন্ধানে। তাদের জন্য জানাতে চায়, ইতালি মিলানে আজকের সেহরির শেষ সময়: 05:22 টায়।
আজকের ইফতারের সময়সূচী ২০২৫ ইতালি মিলান
আজকে ইতালির মিলান শহরের রমজানের রোজার ইফতার অনুষ্ঠিত হবে সন্ধ্যা: 06:11 টায়। যে সময় টায় মাগরিবের নামাজের আযান হবে, আমরা জানি যে এই টাইম টাই মূলত ইফতারের সময়, যার পরে ইফতার করে মুসল্লিরা মাগরিবের সালাতে অংশ গ্রহণ করেন।